হাসের ছানা
      (  শিশুতোষ)


হাসের ছানা হাসের ছানা-
   কোলার জলে খেলো,
মাকে ছাড়া মনের খেয়ালে
    কোথায় তোরা চলো।


হাসের ছানা হাসের ছানা-
   হেথায় সেথায় ঘোরো,
মনের মত হেসে খেলে
     আবার বাড়ী ফেরো।


হাসের ছানা হাসের ছানা-
    পিলু পিলু বলে,
ডাক দেয়ার সাথে সাথে
    আইস আবার চলে।


হাসের ছানা হাসের ছানা-
    ভাত মাছ খাও,
বৃষ্টির পানি পেলে তোরা
     কোথায় চলে যাও।



রচনাঃ-১৫ই জ্যৈষ্ঠ ১৪২৫ বাংলা
          এম,বালিয়াতলীর
           মনসাতলী নিজ বাসভবনে।
           উদ্দেশ্যঃ- হাসের বাচ্ছা দেখে।