হাতেম চাচার তালের কোশ (আঞ্চলিক ভাষায়)
       এম এ সালাম
         ২৮-১০-১৯


হাতেম চাচার তালের কোশ-
  মুই দেখছি ছোডো  হালে,
বৈঠা নিয়া বায়ছি  কোলায়
   ঢেউয়ের তালে তালে।


পুকুরেতে ভাসা থাকত-
     দড়ি খুলতে ছিল মানা,
হররা গিট দিত চাচায়
     খোলার কৌশল ছিল জানা।


কোলা হতে ভাদ্র মাসে-
আউশ ধান আনত কোশে করে,
কোশে পিছন হতে ঠেলা দিত -
    লাল মিয়া ভাই জোরে জোরে।


গৈল্লান দেইক্কা চাইয়া থাকতাম-
    মোরে চাচি দিত আই,
ভাবী বলত আউশের ফ্যান
    খেতে আওনা কেন ভাই।


কোশের নাম শোনছো কিনা-
     তালগাছ দিয়া বানায়
চুপি চুপি কোশে উঠলেই
     ওই মইত্তা চাচারে জানায়।


যত্ন করে চাচায় আমার-
    ইছতো কোশের পানি,
লাভলি,নসা ডুলাইয়া আবার
    ভরিত কোশে পানি।


জাল খেয়াইত কোশে করে-
    ধরতাম বড় ভাডা মাছ,
চাচায় কত করতঃ রাগারাগি
    বলত। ছেলেডা ফালতুবাজ।