হাতুরে ডাক্তার(২০১৩তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)  
০৭-০১-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
অতি যত্নে মালিশ করে
হাটুর গিড়ায় ব্যাথা,
ডিগ্রী না থাকিলেও তিনি
হাতের যয়েসে যথা।


মেসকো জাফরান দিয়ে
পাটায় বড়ি বানায়,
তিন বেলা খালি পেটে
তা অনুপানে খানায়।


ভিজিট নেই পত্ত আছে
করা যাবেনা দূর্নাম,
রুচিহীন তেতো পত্ততেই
ছড়ায় শুধু সুনাম।


স্ত্রী তাহার সহযোগিতায়
সাথে থাকেন সদা,
বড়ি বানায় রৌদে শুকায়
পত্ত রাখে না কডায়।
        
আমার অভাবের সংসারে
গিন্নীও রোগী দেখে,
হাতুরে ডাক্তার বলে স্ত্রী
স্বামীর থেকে শেখে।