ডিজিটাল যুগের ফ্যাশন চোঁখে-
         নিরবধি চেয়ে থাকে,
আড়ালে আড়ালে ফ্যাশন দেখে,
কেহবা আবার মুচকি মুচকি হাসে।


দাদা নাতীর আলাপ চারিতায়-
       ফ্যাশনের মর্যাদা পায়,
পোশাক নাকি ফ্যাশন এ যুগের,
       ডিজিটাল নাকি হয়।


কেহ পড়ে ডিভাইড সেলোয়ার-
        কেহ পড়ে চোঁষ,
  রূচি মত পোশাক পড়লে,
       কেহর মনে হয়রে দোষ।


পাতলা কাপড়ের পোশাক পড়ে-
      রাস্তায় গর্ব করে বেড়ায়,
তাই দেখিয়া লজ্জাবতীর,
         দৃষ্টি একটু ঘোরায়।


মেয়েরা পড়ে জিন্সের প্যান্ট-
        গায়ে পড়ে শার্ট,
হাই হীলের জুতা পড়ে,
      দেখতে ফিট ফাট।


ওড়না পড়ে গলার সাথে-
       মাথা থাকে খালি,
পথিকরা এই দৃশ্য দেখিয়া,
       মনে মনে দেয় গালি।