হায়রে জীবন (২১৬০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৬-২০২৩ ইং
========================
আপন করে প্রশ্ন করছি ওরে আমার পরাণটা?
আগের মত আর চলিস না বদলে ফেলা ধরণটা।
জীবনে ভুলের বশে চলছো কত অসৎ পথে চলা
সামনে আর পা বাড়িস না থামিয়ে দে মিথ্যা বলা।
পই পই করে বলছি তোরে মনের মাঝে কারণটা
নাছর বান্দার মত চলছো শোন না তুই বারণটা।
কথা না শুনে নিজের মত স্বার্থ নিয়ে চলছো ছুটে
আল্লার দেয়া বিবেকটাকে কেন বানায়  যে মুটে?
লোভে পরে স্বার্থে তেড়ে,টাকা মনে দিচ্ছে যে ঊঁকি
ধরার জন্য আল্লাহর দেয়া বিবেকটাকে দেও ফাঁকি।
মনটা তুই ফের লোভটা সামলাও ভুলের পিছে ছুটে
পরের কথা না ভেবে তুই সবই নিচ্ছে হাতে  লুটে।
চিন্তা নেই তোর দুদিন পরে,ওরে কেমন হবে জীবন?
মরলে যাবি কোন জায়গাতে আর ফিরবি না তখন।
লুট করা তোর মূল্যবান সম্পাদ সকল সোনা দানা
সঙ্গে নিয়ে যাবে না কেউ তুই যে যাবি শূন্যখানা।
ওরে মন স্বার্থ ভুলে এই জীবনটাকে কেন বানাও নদী
একটুও ভাবছো না তুই,কবর হয় শেষ ঠিকান যদি।
আল্লাহর দেয়া করুনার দানে বাঁচবে অনেক প্রাণ
জান,কাজ করলে তুই পাবি সেদিন কত সুখের ঘ্রাণ।
সেই সুখ ভুলে উঠছো ফুলে খেয়ে পরের হকের মাল
নিজের জাহির করতে,কৌশল তিলকে করছো তাল।
একটু ভেবে দেখনো মন জীবনটা কেমন ভাবে চলছে
ভালো ছিলি না খারাপ ছিলি অনুপস্থিতিতে  বলছে।