হায়রে সন্তান!(২০৭৮ তম)
এম,এ,সালাম,(সুর ও ছন্দের কবি)
১৩-০৩-২০২৩
=====================
বৃদ্ধ বয়সে পিতামাতা সন্তানের গলগ্রহ
পিতামাতার প্রতি থাকেনা ওদের আগ্রহ ।
বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়,বৃদ্ধ প্রায় পিতামাতার
সন্তান পুত্রবধু থাকে কানাডা ও  কাতার।
খোঁজ খবর নেয় না কোথায় থাকে তারা?
স্বার্থের জন্য  খবর নেয় যখন যায় মারা।
হায়রে দশমাস দশদিন পেটে ধারণ করে
না খেয়ে সেই মাতা যায় ধুকে ধুকে মরে।
পিতার স্নেহ  ছাড়া কেমনে বড় যে  হলে
এই  কথাটি গাও গ্রামে সবাই কেন বলে?
পিতামাতার কষ্টের কথা বুঝে না সন্তান
শীতের দিনে ভিজায় শুয়ে করেছে লালন।
অসুখ হলে কোলে নিয়ে বসে থাকে রাত
সেই সন্তান বিদেশে থেকে লয় না যে বাদ।
সুন্দরী বধুর জন্য কেন ভুলে মাকে থাকো?
বৃদ্ধ বয়সে পিতামাতাকে কেন কষ্টে রাখো।