হেমন্তের বৃষ্টি
      এম,এ,সালাম
হেমন্তের বৃষ্টি হার মানিয়েছে-
     আষাঢ়ের বাদলকে,
হেমন্তের বৃষ্টি ভাবিয়েছে আজি
     ছত্রহীন পথিক কে।


এমনই বাদল শুরু হয়েছে-
     আষাঢ়ের বৃষ্টি ফেল,
শুকিয়ে যাওয়া কোলার পানি
     পূর্ণ হয়েছে হাটুজলে।


মাঠের কলাই তলিয়ে গেছে-
      হাবুডুবু খায় জলে,
পনের'শ টাকার কাটির কলাই
      এবার গেল যে বিফলে।


হেমন্তের বাদলে ধান শুয়ে পড়ে-
       মাঠ পানিতে একাকার,
কৃষকের মাথা হেড হয়েছে বুঝি
      পানি দেখে বেশুমার।


অকালে আজি সকাল হয়েছে-
      এযে কেমন কথা,
বিকাল বেলা কুয়াশা পড়েছে
     সূর্যের মিলে নি দেখা।


সোনামনিদের আনন্দ ফুর্তি-
      কেড়ে নিয়েছে বৃষ্টি,
বৃষ্টি হতে পরিত্রানের আশায়
      চায় তার কাছে নিস্কৃতি।