ওরা কারা দেখ না ঝিমিয়ে পড়ার দল-
    অমানিশার রাত ধেয়ে আসছে বলেই ভয় পায়,
ওরা ভয় পায়  রাতের সকল উপাত্তকে
  একটু রোদেই নেতিয়ে পড়ে ঝিমিয়ে পড়ার দল।


আর আমরা ভয় পাইনা কোন অমানিশার রাতকে-
    এবার আসুক যত দুরান্ত বাধা লয়ে,
এগিয়ে যাব সাহস নিয়ে সামনের দিকে
     যত বাঁধা আসুক লজ্জার ঝাড়ি নিয়ে।


ওরা বলে ওই দেখ সাগরে কত বড় ঢেউ-
ওই সাগরে এই নীশিথে যাত্রা করে কেউ,
   ভেবে দেখার আছে যাত্রা শুরু করব কিনা,
মাঝ পথে যদি দরিয়ায় নামে মহা ঢেউ।
  
আমরা বলি সাগরে আসবে জানি মহাঢল-থামাতে পারবে না মোদের এ যাত্রা কোনকাল,
এগিয়ে যাও সামনে উলটে পড়ার ভয় নেই,
   ভয় করিনা, করব না যতই বাঁধা আসুক।


ওরা বলে বাঁচলে পুনরায় যাত্রা করব মোরা- ওদের মত হেলায় হেলায় জীবন দিবে কারা,
আগে নিজেকে সামলিয়ে নাও কর অপেক্ষা
  এই ভয়াল রাতে যাত্রা করিলে নেউ কোন রক্ষা।


আমরা যে ভয় করি না, ভয় করার জাতি নয়-
মৃত্যু আমাদের ছেড়ে পালাবে ,এটাই হবে জয়,
আমরা খুজি মৃত কে আলিঙ্গন করার তরে তবুও সফলতার বন্দরে গিয়ে ভীরবে এ যাত্রা।