হিংসার পরিণতি
  এম,এ,সালাম
    ০৫-০৯-২১
==============
পেট ভালো না বড় স্যারের
মুগের ডালের দোষ,
চিকিৎসার ত্রুটি আছে নাকি
বলছে নন্দ ঘোষ।


জ্ঞান  হারিয়ে পদ বাড়িয়ে
দিয়েছে আগুনে পারা,
তুষের নিচের বিপদ সংকেত
দেয়নি তাকে ছাড়া।


ভুল বুঝিয়া  পুড়ছে স্যারে
তুষে পারা মেরে,
কষ্টের বোঝা পাশে চাপিয়ে
রেগে আসছে তেড়ে।


এক দেশে এক ব্যক্তি ছিলো
জ্ঞান থাকতেও অন্ধ,
ভুলে পরে আগুন মারিয়ে
করছে মহা দ্বন্দ।


সুঠাম দেহের অধকারী নয়
বুদ্ধি ছিলো বেশ,
মানুষ দিয়ে হালচাষ করার
ছিলো যে অভ্যেস।


কুট কৌশলে  যায় সে হয়ে
বিশাল সম্পদশালী,
অপর বন্ধু ইয়ারকি করে
দিতো তাকে গালি!


একদিন এক বুদ্ধিমান এসে
সুস্থ্য বন্ধুর কাছে,
অমানবিক প্রভাব খাঁটিয়ে
দিবে যা কিছু আছে।


অনেক ভেবে জ্ঞানী বন্ধু
ওই নির্বুদ্ধি কে বলে,
চোখ থাকতে অন্ধ যে চোখ
আর যেন না জ্বলে।


নিজের দোষে নিজে অন্ধ
কাজের মাঝেই দোষ,
নিজের ভুলের ক্ষতি নাকি
ওই করেছে নন্দ ঘোষ।