হিংসার পুতুল খেলা
    এম,এ,সালাম
     ২৯-০১-২১


কি-বাঙালীদের স্বভাব কেমন?
    বলব কবিতার ছন্দে,
মন মানসিকতা বিরাজ করে
    হিংসা ভরা দ্বন্দে।


নিজের ভিতর কত যে দোষ
   সতত বিরাজ করে,
সে অন্যের দোষ মাথায় নিয়ে
    ঘোরাফেরা করে।


নিজের মেয়ের বিয়ে হয়না
   দোষত্রুটিতে  ভরপুর,
অন্যের মেয়ের দোষ নিয়ে সে
    পিছে করে ঘুরঘুর।


চালৌন বলে সুই রে বাপু
    তোর পাছায় একটা ফুটা,
তোর জন্য মুই লজ্জায় মরি
     পায় না কোন ছুতা।


নিজের পাছায় কত যে ময়লা
    তার যে খবর নেই,
অন্যের পাছার ময়লা খুঁজে
    হিংসে জ্বলে  সেই।


আবার আধুনিক হিংসা নাকি
    কেহ কাহারো ভাল দেখে না,
নিজের চেয়ে ভাল কিছু দেখলে
     কেহই কাহারে ছাড়ে না।


আবার হিংসার পুতুল খেলা
   সমাজে চলে দিবানিশি,
কেহ দেখালে মধুর বোতল
    সে বিষ দেখায় একশিশি।