হৃদয়ের ক্ষত (২৫৩৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৬-২০২৪ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মনের যত ব্যথা আছে,দেখার নয়তো কেউ
হৃদয়ের ক্ষত সেই বুঝে,যার কষ্টে ভরা ঢেঊ।
মনপুড়ে দু:খ জ্বলে,হৃদয়ে ঢেউয়ের মত বয়
পদে পদে সেই জ্বালা সেই একাকী সদা সয়।
হতাশা ও নিরাশায় মনপুড়ে দু:খে ভরে বুক
ঝড়ের বানে কেড়ে নেয় জীবনের সব সুখ।
সীমার রূপী নিঠুর মানুষেরা ভেঙে দেয় মন
মুছে দেয় জীবনের সকল মধুর স্বপ্ন শুভক্ষণ।
দিনে দিনে সে ক্ষত মনেপোড়ে অতি বড় হয়
বেদনার নীল বিষে দেহমন কুড়ে কুড়ে ক্ষয়।
ধিকিধিকি সিকি মন জ্বলে পুড়ে নাকো শেষ
তবুও মনের মাঝে রয়ে যায় শত বেদনার রেশ।
ক্ষত হৃদে আবেগের প্রলেপ দিয়ে তবু বেঁচে রয়
এত জ্বালা এত ব্যথা কভু যেন ভুলার যেন নয়।
মায়া ও ছায়ার পরশ মন তাকে শুধু পেতে চায়
কেউ কেউ না বুঝে কভু নাহি সব বৃথা যায়।
মনের মাঝে লুকিয়ে থাকা,স্বপ্ন চলে যায় দূর
হৃদ মাঝারে প্রবলবেগে বয়ে চলে বেদনার সুর।
আশার প্রদীপ জ্বলে না মনে আগের মত আর
মনের ক্ষত স্বপ্নীল সব আশা মেনে নেয় হার।