ইচ্ছে ছিল
         এম,এ,সালাম
           ১৪-০৪-২০


ইচ্চে ছিল-
লাল সালুতে সাজবো আজি
      দেখবো ঘুরে ঘুরে,
সেলফি আর মোবাইল ফটো
      তুলবো ঘুরে ঘুরে।


ইচ্চে ছিল-
ইলিশ মাছ ভাজবো আজি
     ভাল দস্তার কড়াইতে,
পহেলা বৈশাখ পান্তা খেতে
     সে আসবে বেড়াইতে।


ইচ্ছে ছিল-
মাটির বাসনে খাইতে দিমু
    তাকে বসতে দিমু প্রি,
জর্দা দিয়ে খাওয়াইমু পান
     আসবে আমার বাড়ী।


ইচ্ছে ছিল-
মেলায় যাব শিমুল তলে
     এক গাড়িতে করে,
ফুসকা আর রসের মালাই
     খাওয়াবো পেট ভরে।


ইচ্ছে ছিল-
পুঁতির মালা কিনে দিবে
       দিবে হাতের চুড়ি,
বায়না করবো কিনে দাও
      আমায় বেনারস শাড়ি।