ইন্টারেস্টে(২২৪০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৮-২০২৩ ইং
***********************
সুদ ঘুষের টাকায় মানুষ
গড়ছো ইচ্ছেমত ইমারত,
ঘুষ  টাকা কামাইর জন্য
হাত চালনায় ব্যস্ত উদ্যত।


অফিসারের বেতন ভাতা
যা পায় তাতে খুশি নয়,
বেতন যত পাঊক না কেন
সে তারপরও ঘুষ চায়।


ঘুষ ছাড়া কি চাকুরী করে?
বাড়ি গাড়ি করা যায়,
গরীবের পকেট ছিঁড়ে খেলে
গরীব কত কষ্ট পায়?


সুবিধাবাদিরা এই ঘুষ টাকাকে
সু- নাম দেয় ইন্টারেস্ট,
কলম দিয়ে এক খোঁচা মেরে
হাতিয়ে নেয় সবই শেষ।


ঘুষ খোরেরা এই ঘুষ প্রথাকে
উৎকোচ  উপধি দেয়,
নানা রকম টাল বাহানা করে
হাদিয়া হাতিয়ে নেয়।


ঘুষের টাকার প্রভাব খাটিয়ে
হয় সমাজের শিল্পপতি,
কেউ বা আবার দান দক্ষিনায়
হয় মসজিদের সভাপতি।


টাকার জোরে অযোগ্য লোক
সামনের সারির নেতা,
মাইর খাওয়ার ভয়ে আবার সে
বলে না আসল  কথা।


এই দেশের সুদ- ঘুষ খোরেরা
এই সমাজ দেশের কীট,
সত্য সুন্দর এই দেশ সমাজকে
কৌশলে বানায় বেঠিক।