ইচ্ছেমত উড়তে মানা (১৮২২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৭-২০২২
====================
আমার ছিল বন্য একটা পাখি
সেই পাখীকে খাঁচায় যত্নে রাখি,
ভালোবেসে খেতে দি তিনবেলা
আদর সোহাগে করিনি অবহেলা।


বহু জ্ঞানদাতা জ্ঞান দেয় কত?
পুঁথি পুস্তক বই কিনে দেই শত,
বারণ  করছি আকাশে উড়তে
দেইনি পাঠ রেখে অরণ্যে ঘুরতে।


ঘুরতে তাও দেইনি আপন মনে
বাঁদী ছিল তার অনেক যতনে,
চাইনি পাখি নিজের মত বলুক
জানামতে বাধা পথে না চলুক।


সোনার নোলক দিছি তার নাকে
জানার জন্য  সুন্দর মন থাকে,
জানার স্বার্থে নিয়েছি কেড়ে গান
পাঠের পরে পাঠ ছিল অফুরাণ।


দিনে দিনে খাওয়া ভুলে সে পাখি
দেশ বিদেশের ডাক্তার যে ডাকি,
ব্যবস্থা দেয় ভীষন ভুগতে হবে
বলছি এত ডাক্তার কেন তবে?


একদিন দেখি পাখির  প্রাণ নাই
সকল চেষ্টা তদবির গেল বৃথাই,
খাঁচায় পড়ে রইলো মিথ্যে বুলি
সকল ব্যবস্থাপত্র ছিন্ন বিধানগুলি।