জামাই আদর(২১৬৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৬-২০২৩
=================
জৈষ্ঠ্যমাসে আম কাঠালের
দাওয়াত পায় শ্বশুর বাড়ি,
জামাইও আম কাঠায় নেয়
শ্বশুর বাড়ি ককসেট ভরি।


জৈষ্ঠ্য মাসের জামাই ষষ্ঠীতে
শ্বশুর বাড়ি আসবে  জামাই,
শত ব্যস্ততার মাঝেও জামাই
এই অনুষ্ঠান দেয় না কামাই।


জামাই আসবে আম নিয়ে যে
শালাশালি, শালা বউড়া খুশী,
জামাই আসলে সবাই মিলিয়া
আনন্দ ফুর্তি করবে রাশি রাশি।


শালা বউর আশা আমের সাথে
থাকবে প্যাকেট ভর্তি খাঁটি মিষ্টি,
শাশুড়ী সবার বায়না মিটাইতে
রাখছে সবার প্রতি ভালো দৃষ্টি।


জৈষ্ঠ্যমাসের এই ফলের মৌসুমে
জামাই মজা করে খাবে এসে,
শাশুড়ী যে তাকে ভালো খাবার
প্রতিদিন খাওয়ায় ভালোবেসে।


জৈষ্ঠ্যমাসের এই মহা আনন্দে
জামাই খাবে বেশী মজা করে,
পোলাই আর ঝালমাংসের পর
আম কাঠাল খাবে পেট ভরে।


দেশের সব জামাই লক্ষ করুন
বেড়াইতে যাবেন শ্বশুর বাড়ি,
আসা যাওয়ার সব খরচ কিন্তু
মিঠাবে, পুশিয়ে দিবে  শাশুড়ী।


অবুঝ শাশুড়ী থাকলে কেহর
তার চরম কায়দায় মূল্য দিবে,
মাঝে মাঝে জামাই কাছেও
নানা বায়নার হিসেব দিবে।