জানার জন্য ছুটছি আমি-
       অজানাকে জানার তরে,
পথের মাঝে কে গো আমায়
      ধিক্কার জানায় বারে বারে।


ঝড় ঝঞ্জায় ফিরবো না রে-
      আমার ধাবিত পথ চলা,
অজানাকে জানতেই হবে
     ফিরবো না অমানিশার পথচলা।


ঘরে বসে যে, ধরা যাবেনা-
     জানার সুখ নামক  পাখিটি,
পথের মাঝে চড়াই উৎড়াইয়ে
       থামবে না মোর গতিটি।


উদেশ্য আমার লক্ষ অভিষ্টে-
       হোচট খাচ্ছি বারে বার,
ঝড় আসুক,তুফান ছুটুক,
      পিছনে  ফিরবো নাকো আর।


মনের মাঝে শান্তি পাব-
         ওই চীন দেশের জ্ঞানার্জনে,
যে যা বলুক শুনতে থাকবো
       অজানাকে জানার তরে।


যতই জানিলাম তবু কেন?
        জানার হল না যে শেষ,
আগ্রহ যে বেড়েই চলছে,
         জানার নেইকো শেষ।


জ্ঞান অন্বেষন ফরয ভাইরে-
         চীন দেশে যেতে হলেও,
তাই যদি হয় যাব আমি,
         নদী সাগর পাড়ি দিয়েও।


নতুন নতুন জানার কৌশল-
       কোন পথে গেলে পাব,
সেই দেশেই পাড়ি জমাব,
       সেথায় উড়ে উড়ে যাব।