জেগে উঠ নারীর দল T
       এম এ সালাম
         ০৬-০৪-১৯
===============


নদীর ঢেউয়ের মত জেগে উঠ-
     অংগে লাল রক্ত থাকে,
নারীদের নিয়ে তামশা করলে
     নারীরা উঠবে কিন্তু ফুসে।


যেই রক্তে ওই বিধাতা করল-
     নরদের সুন্দর রূপে সৃষ্টি,
সেই বিধাতার সৃষ্টি নারীদের নিয়ে
    নরেরা কেন করে কু-দৃষ্টি।


ধরায়, নারীরা শুধু ভোগের নয় -
    তারা স্নেহ সম্মানের বস্তু,
সেই নারীদের নিয়ে কেন কর যে?
     ওরা আসলেই তন্দু নাস্তি।


নারীরা যে তোদের অর্ধাঙ্গিনী-
     নারীরা যে মায়ের দল,
সেই নারীরা সময়ে অসময়ে
     হয় আর নয়নের হাল।


একজন নারী যদি জেগে উঠে-
     লাগবে দশ নর ট্যাকেল দিতে,
সেই নারীদের অবহেলা করে
     কেন লাগাও গলে ফিতে।


নারী ছাড়া কি চলতে পারিস?
     নারী যে সংগের সাথী,
নারী ছাড়া নরের জীবন যৌবনে
     সতত জ্বলবে লালবাঁতি।