জীবিকায় জ্বালা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৫-২০২২
🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚱
বাপ-দাদার নাম করণে সবাই হয়েছিল বড্ড খুশি বিবেকের আঘাতে হয় ক্ষত-বিক্ষত,যেন সে দোষী।
বেকারের জ্বালায় নিরুপায় হয়ে ব্যবসা নিছে বেছে
ভালোই আছি কোন মতে,আছি খেয়ে পরে বেঁচে।
সদা সর্বদা তবু জাগে যন্ত্রনা,বিরহ ওই ক্ষুদ্র মনে
পরিবারের আসন বাড়াতে নেই ভাবে ক্ষণে ক্ষণে।
অপরাধী ভেবে নিজের প্রতি নিজে হয়েছি মহাক্ষিপ্ত
পেটের জ্বালায় কেন হলাম আজ এমন আয়ে লিপ্ত?
পথচারীরা আজ চেয়ে দেখে নিত্য দিনে তার কর্ম
যেমন কর্ম তেমন ফল,দাড়িপাল্লা তার ভাগ্য ধর্ম।
করুনাময়কে রোজ কি বলে যাই জানে না তো কেউ
ভাসান ব্যবসা হরদমে চলছে বানিজ্যে এসেছে ঢেউ।
আগ্রহ ভরে ইচ্ছে করে দাড়িপাল্লা কি বলে সে রোজ?
কেউ কি পারবে উত্তর দিতে ওই প্রশ্নের আসল খোঁজ।