জীবন দক্ষতার মূল উপাদান
      এম এ সালাম
        ২৮-০৫-১৯


নিজেকে যদি দক্ষতা করিতে চাও-
    আত্মসচেতনায় হাত বাড়াও,
সহমর্মিতা প্রয়োগ আছে যেখানে
সহযোগীতার হাত বাড়াও সেখানে।


নিজেকে দক্ষ করিতে যদি পার-
    অন্তঃব্যক্তিকে দক্ষ করিতে পার,
নিজেকে যোগ্য সুচারুরুপে গড়
    অন্যের দক্ষতাকে প্রসারিত কর।


চাপ মোকাবেলাকে মেনে নেও-
    অন্যের মাথার চাপ কমাও,
আবেগ নিয়ন্ত্রের দক্ষতা আছে যার
     বন্ধু তাকে পর করিওনা আর।


যোগাযোগের দক্ষতার উপদান কি?
    শিক্ষার্থীর মনের খবর রাখ নি,
চিন্তন দক্ষতাও দর্শিয়ে কর যাও
     পারলে বিশ্লেষনে ব্যখ্যা দাও।


সহজভাবে সমস্যার সমাধান কর-
   বিষয় সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ কর,
সবকিছু যুক্তি দিয়ে বিচার কর
    সহজ ইতিবাচক সমাধান কর।