জীবন মানে ফাঁকিবাজি
     এম এ সালাম
        ২২-১০-১৯


জীবন মানে কয়েক দিনের,
     হায়! রঙ্গমঞ্চের খেলা,
হেলায় হেলায় দিন যে গেল
      নেশায় কাটে বেলা।


জীবন মানে বাড়ি গাড়ী -
    খাট পালঙ্কের পরে,
কলের পাখা তারের বাঁতি
     টিপ টাপেটে ঘোরে।


জীবন মানে বনিকের মত -
    লাভ লোকসান যাতে,
লাভের চেয়ে লোকসান বেশী
      জীবন গেলে ফতে।

জীবন মানে মরুচিকা-
   নিশার স্বপ্নের মত,
কীটপতঙ্গ আলো দেখে
     জীবন খুয়ায় কত।


জীবন মানের ইহকালে-          
     সংকীর্ণতা হয়,
পরকালের জীবন বড়
      কোরান হাদিসে কয়।


জীবন মানে ফাঁকি বাজির-
     স্বাশ প্রশ্বাস গেলে,
নকল বাড়ী ফেল তুমি
      আসল বাড়ী গেলে।