জীবন তরী (২৩৮১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০১-২০২৪ ইং
***************************
জন্মের সময় কেঁদে ছিলে মুখে
আনন্দে ভাসিয়ে জীবন ভেলা,
কোন সাগরে হাবুডুবু খেয়েছো
কোন উদ্দেশ্যে শুধু ভেসে চলা।


ওই সামনে দেখি পিছনে দেখি
ধেয়ে আসছে শুধু উত্তাল ঢেউ,
একা একা আমি বাইছি তরীটি
খেয়াল রেখেছি সঙ্গে নেই কেউ।


ওই ভয়কে দিলাম জলাঞ্জলি
অব্যক্ত সব কান্না গেছি ভুলে,
কেউ তো নেই ওই সাগর বুকে
আমি একাকী যাত্রী অকুলে।


জীবনে ঢেউয়ের পড়ে ঢেউয়ে
দুমরে মুচড়ে শুধুই ঘূর্ণিবত্তা,
থামবে যখন হারিয়ে যাইবে
ফুরাবে সংকীর্ণ জীবন যাত্রা।


এ অকুল সাগরে ভাসিয়ে তরী
আমৃত্যু ফেরে আসি নি কেঊ,
তবুও সাগরের অতল গহব্বর
হতে মুক্তা খুঁজে আনবোই।