জীবন আমার মহাভুলে (১৮৪৫)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২২-০৭-২২
---------------------------------
জীবন আমার ভুলে ভর্তি
একটি মাত্র ভুল,
চলার পথে হারিয়ে গেলো
জীবন নদীর কুল।


শত চাওয়ার মাঝে তুমি
সতত পাশে ছিলে,
হঠাৎ আমায় ভুলে গিয়ে
নতুন সুজন  নিলে।


জীবন আমার ভুলে ভরা
ভালোবাসার তরে,
তোমার জীবন ফুলে ফোটা
নতুন সঙ্গীর ধরে।


তুমি আমার আত্মিক বন্ধু
বুকের মাঝে বাস,
জীবন আমার পুড়িয়ে দিয়ে
করলে নতুন চাষ।


ভালোবাসার কোমল ছোঁয়ায়
আগলে নিতাম রোজ,
হঠাৎ আমায় ভুলে গিয়ে আর
তুমি নিলি না যে খোঁজ।


জীবন আমার ভুলের সমেত
ভাসলাম তোরে ভালো,
জীবন প্রদীপ নিভু নিভু যে
হারিয়ে গেলো আলো।