জীবন গাড়ি (১৭৮৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৫-২০২২
🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳🚳
জীবন নামক রেল গাড়িটা
আজ থেমে যেতে চায়,
ওপার থেকে সিগনাল দিয়ে
কে ডাকছেগো আমায়।
কখন কোথায় যাবো চলে?
নাই জানার উপায়।


জীবন নামক রেল গাড়িটার
তেল ফুঁড়িয়ে শেষ,
কখন জানি মাইকে বলবে
আমি হইছে নিরুদ্বেশ।
মরনের কাছে তালবাহানা
সবই আমার শেষ।


জীবন নামক রেল গাড়িটার
জমাট ব্যাথা বুকে,
তোমরা যারা এপার আছো
সবাই থেকো  সুখে।
আশা আমার সব রয়েছে
পারি না বলতে মুখে।