জীবন গাড়ির চাঁকা(১৮০৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬/০৬/২০২২


নদীর স্রোতের মত ছুটে চলছে
জীবন ঘড়ির চাকা,
সবার শেষ ঠিকানা একই গন্তব্যে
ধরায় রাস্তা আঁকাবাঁকা।
কারো আকাশ আলোয় ঘেরা
কারো আকাশ মেঘে ঢাকা।


গাড়ি জন্ম থেকেই ছুটে চলছে
একই নিয়মে আপন গতি,
ভুমে কাহারো সময় লম্বা হয়তো
আবার কারো ছোট্র অতি।
যোগ বিয়োগের হিসেব কষতে
ভুল  হয় না এক রতি।


জন্মের শুরু থেকে চলছে সেতো
নদীর স্রোতের গতির মত,
মানুষ বক্ষে লয়ে ছুটে চলছে
যাহা কর্মের কুশালে আঁকা
ইমান আমল ছাড়া নাই ভাইরে
জীবন সবই কিন্তু ফাঁকা।