জীবনকে বুঝতে হলে
   এম,এ,সালাম
    ০১-১২-২০


জীবনকে বুঝতে হলে যাওনা হাসপাতালে
সেখানে কত মানুষ আছে তাল বেতালে।
কতক করে আহা উহু কতক কাঁদে পাশে
কতক ভাল হয়ে আবার ছুটে বাড়ীর আশে।
কেহ করে তাড়াহুড়া আবার কেহ ছুটাছুটি
কেহ আবার নিঃশ্বাস হারিয়ে নেয় চির ছুটি।


জীবনকে বুঝতে হলে যাওনা জেল খানায়
সেখানে ঝিমিয়ে কাটায় কত নানী নানায়?
স্বাধীন  হয়েও মানুষ, নেই  ওখানে স্বাধীন
ওখানে থাকিতে হয়,অন্য  কাহারো অধীন।
থালাবাটি  সম্বল হয়ে, কম্বল  থাকে  সাথে
এক কম্বল বিছানার হয়ে আর কম্বল মাথে।


জীবনকে  বুঝতে  হলে যাওনা  কবর দেশে
কেমন করে থাকবে সেথায় শুধু একলা বেশে।
সেথায় মাটির হবে বিছানা,  মাটির হবে ছাদ
সেখায় নারী,পুরুষ,ধনী গরীব যেতে নাহি বাধ।
মা-বাবা,নারী,সন্তান,সম্পদ কেউ রবে না পাশে
যুগ যুগ ধরে অন্ধকার ঘরে, রইবে কবর দেশে।