যোগ্যতার মাপকাঠি (১৭৮১)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৯-০৫-২২
===============
দেশে এমন যদি হতো
বৈষম্য  ঘুচে  যেতো
শিক্ষা মন্ত্রীর সু-দর্শনে
সমান সুযোগ পেত।


দেশে এমনই যদি  হতো
সমান বাড়ী ভাড়া পেত,
শিক্ষা মন্ত্রীর সু-নজর,
সবখানে থাকতো অবিরত।


দেশে এমন যদি হতো
প্রশ্ন ফাঁস ঘুচে যেতো,
ঘুষ না খেয়ে সঠিকতার
মাপকাঠিটা হতো।


দেশে এমন যদি হতো
শিক্ষাব্যবস্থা সবাত মত
জাতীয়করন বদলীপ্রথা
সবার মত করে দিতো।


দেশে এমন যদি হতো
ঘুষ না যদি খেতো,
যোগ্যতম শিক্ষক নিয়োগ
সবখানেতে হতো।


দেশে এমন যদি হতো
প্রশ্ন আগের মত,
না পড়িয়া পরীক্ষা চিন্তা
সব যে ঘুচে যেতো।