জোঁকের কান্ড(১৮৯৭)
এম,এ,সালাম(সুরও ছন্দের কবি)
১৩-০৯-২০২২
========================
রক্তে মাংসের মানুষেরে হার চিবুনি দিলে
জোঁকের মত চূষে চুষে সব খাইলে গিলে।
কোথায় গিয়ে দাড়াবে ওরা ঠিকানা না যে নেই?
সুযোগ পেলে জলের ভিতর ডুব দিয়ে মাছ খাই।
সুখের লাগি বানাইছিলে জীবন রক্ষা কবচ
বাঁশের বেরায় ক্ষেত খাইলে কোথায় যাবে অবুঝ।
বিশ্বাস করে সাধুর কাছে মেয়ে বিয়ে দিলাম
সাধুর থেকে এক বছরে কয়েক সন্তান পেলাম।
ঘরে বসে কান্দে সবাই হায়রে এ কেমন সাধু
এক বছরে মেয়ে নিয়ে দেখায় নানান রকম যাদু।
আশে পাশের মানুষেরা নানা কানাঘুষা করে
যারে বিশ্বাস করে মেয়ে দিলাম সেও চুরি করে।
খাঁটিকথা নাট্যমঞ্চে অভিনয়ে যে যত পারদর্শী
প্রযোজোক আর সাধারণ তার প্রতি ঝুঁকে বেশি।
জোঁকের মত চুষে খাইলে হইবে হাড্ডিসার শূন্য
কাহার গোলায় কে ধুয়া দিয়ে কে হইতেছে ধন্য?
আজ বিবেকবোধ মরে গেছে স্বার্থ নিয়ে টানাটানি
কেঁচো খুড়তে সাপ বাহির হয়  যদি হয় জানাজানি।
কখনো পানিজোঁকে রক্ত চুষলে গরুর শরীর শেষ
চিনে জোঁকে ধরলে কাউকে জীবন তাহার বিনাশ।