জোঁকের স্বভাব
     এম,এ,সালাম
     ২৭-০৩-১৯


রক্ত চোষা জোঁকগুলো-
    রক্ত চুষে খায়,
ওরা নিরহ বলে রক্ত দিল
    একটু বাঁচার বিনিময়।


কষ্টের জ্বালা বুঝল না-
    ওই রক্ত চোষার দল,
সমাজটা আজ হাড্ডিসার
   ইহা কাহার কর্মফল।


সুযোগ বুঝে স্বার্থ খুজে-
     যখন সুযোগ পায়,
চুমুক মেরে রক্ত চুষে
    যে যার কাজে যায়।


যাহা খাইলি তাই দিবি-
    আসবে সেই দিন,
গরীব রা সব মিটিয়ে দিবে
    পূরাণো সেই ঋণ।


রক্ত খাইলি বুদ্ধির দ্বারা-
    মূর্খ ভেবে ওদের,
লাভ আসলে আদায় করবে
    খাইলি রক্ত যাদের।