জলসার নামে যত্তসব (২০১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০১-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ডান হাত দিয়ে দান করো যাও
বাম হাত যেনো না জানে,
মুসলিম নামধারী কিছু আলেম
এই কথা কিন্তু না মানে।


একজন দানবীর যদি দান করে
অনেক অনেক টাকা,
উচ্চস্বরে মারহাবা দিয়ে তার নামে
নারায়ে তাকবির হাকা।


কোন ব্যক্তি যদি মাহফিলে দান করে
সামান্য সংখ্যক অর্থ কড়ি,
তার নামে মারহাবা নারায়ে তাকবীর
কেহ উচ্চরবে তুলে না ধরি।


ইসলামী ওয়াজ মাহফিল বক্তারা
করে কত গর্হিত কাজ,
দেখে শুনে সবাই আশ্চার্য্য হয় রে
বিস্ময়  সুশীল সমাজ।


যত জলসার  নামে ফাজলামি
মঞ্চে বলেন বক্তাগণে,
কুরআন হাদিসের বিধিবিধান
এখন প্রশ্ন জাগে মনে?


ওয়াজিন গন মাহফিলের আগে
বক্তার মূল্য করে চুক্তি,
শরিয়ত বিরোধী ওই কার্যকলাপে
মানুষ কেন পাবে মুক্তি?


ওয়াজিন মুখে মুখে মধুর নছিয়ত
মনের কথা এক নয়,
নামদারি কিছু আলেমের কার্যাদি
ইসলামের বিপর্যয়।


ইসলামের জয় গুনগান করো সবে
ওই কোরআন হাদিস মতে,
ধর্ম ব্যবসায়ের নামে কেন প্রতারণা
ইসলাম হয় ক্ষত বিক্ষত।


তোমরা গর্হিত কাজের জবাব দিবে
ওই মহান আল্লাহর কাছে,
চুক্তি ও ওই প্রতারণার কথা লিখা নেই
কুরআন সুন্নাহর মাঝে।