জন্ম থেকে লড়াই
  এম,এ,সালাম
    ২০-০৯-২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিশু কালে পিতা হারিয়েছি
বড়, মায়ের আদরে,
মা,ছাতির মত ছায়া দিয়েই
আগলে রাখে চাঁদরে।


কষ্ট করে ভাইয়ের চেষ্টায়
লেখাপড়া করে যায়,
পথে পথে ঘাত-প্রতিঘাত
মাথাপেতে নিলাম তায়।


ভোর রাতে হাল-গরু নিয়ে
মাঠের কাজে জাগে,
সময় মত বই খাতা নিয়ে
শ্রেণির কাজে লাগে।


ক্লাস শেষে বাসায় এসে
গরু চড়াতে মাঠে,
সন্ধার সাথে গরু বেধে
বসে পড়ে  পাঠে।


তাহার কাজ তিনি করি
লজ্জা  তাহার  নাই,
লেখাপড়া নিজের দায়িত্ব
চাপে রাখে ভাই।


কতশত সিঁড়ি পাড় করে
গন্তব্যে  তিনি পৌছে,
বি এ পাসের ফল পেয়ে
সুখটা বেটা পাইছে।


এই মুহুর্তে মা যে তাহার
অচেনা দেশে গেছে,
ভেবে দেখছে একাই গেছে
নিল না কিছু শেষে।


জীবন ছেলেটির কষ্টে গড়া
লড়াইতে বাঁচতে চায়
বিধির লিখন না যায় খণ্ডন
চেষ্টার কোন সাধ্য নায়।