ঝড় উঠছে তবুও
   এম এ সালাম


ঝড় উঠছে তবুও-
    গাছের গোরা শক্ত,
দমকা হাওয়ায় পাতা নড়ে
    গাছ আসলেই শক্ত।


ঝড়ের চোটে বন্যা হবে-
    অনুভব করেছি সবে,
সেই ঝড়টা কখন গেল
    দেখছো নি কেউ কবে।


গাছ বলছে ঝড় হলেও-
    করার কিছু নেই,
ক্ষমতা থাকলে নিজের জোরে
    থাকবো যেই সেই।


যেই ঝড় উঠছে সব খানেতে-
     তাল পাকানি দিয়ে,
শক্ত হস্তে মোকাবেলা করব
     নিজের শক্তি দিয়ে।


ঝড়ের প্রকোপে ঝাপসা হচ্ছে-
    দেশের আকাশ বাতাস,
ছোট শালায় তামাক খাচ্ছে
      নেই কোন হায় হুতাশ।


আসবে ঝড় কিছুক্ষন পর-
     থেমে যেতে পারে,
ঝড়ের সময় বন্যা হয় না
      চলি সেই সুত্র ধরে।


ঝড়ের পূর্বে প্রস্তুতি নিচ্ছি-
     জানি আসবে কঠিন ঝড়,
সেই ঝড়ে পাইলে কাহারে
      মানবে না আপন পর।