জোছনার প্লাবনে
   এম, এ, সালাম
    ০৫-০২-২০


জোছনার প্লাবনে ভেসে যাচ্ছে-
   সারাটি পৃথিবীর নদ-নদী,
শহর, বন্দর, পাহার -পর্বত
   চিক-চিকে সাগরের নোনাজল।


চেয়ে দেখেছি জোছনার আলোতে-
   তাঁরার মিতালী গোপন কানা
কানিতে কি জানি কি বলছে
    জীবযন্তু খুশীতে আত্মহারা।


জোছনার ভেলায় চড়ে কতশত
প্রেমিক প্রেমিকা, ভালবাসা ও
ভাল লাগার মানুষগুলো প্রেমের
সাগরে স্নান করে হাবুডুবু খাচ্ছে।


জোছনার ঢেউ খেলানো সাগরে-
    দূর্বাঘাসে আঁচল পেতে,
মনানন্দে গল্পে মত্ত ডিজিটাল
    যুগের  ষোরশী কিশোর কিশোরী।


মধুপূর্ণীমার জোয়ারে ভরা-মরা গাঙ্গে-
পালতুলে মাঝিমাল্লা ভাটিয়ালি
জারিসারি গান গেয়ে ছুটে চলছে
প্রেমের তরীতে আপন ঠিকানায়।