জঠর জ্বালা (১৯১৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১০-২০২২
-------------------------------
নেমেছো কি তুমি ক্ষুধার যুদ্ধে?
কেমনে বুঝবে জীবনের মানে,
ওই জঠোর জ্বালায় এত কষ্ট
এই যুদ্ধে থাকে না কিছু জানে।


দেখেছো তুমি ক্ষুধা মানে কি?
খাদ্যে যোগাতে কত যে শ্রম?
বাপের হোটেলের পাক খাচ্ছো
করো নি কোন কষ্ট পরিশ্রম।


জীবনে দেখো নি কখন তুমি?
পেটের লাগি হারভাঙ্গা খাটুনি,
ছোট্ট শিশুর ক্ষুধার আর্তনাদ
খাও নি জীবনে যুদ্ধের পিটুনি।


আষাঢ়ের বাজ চৈত্রের রোদ্দুর
দেখো নি মাঠের কোলার কাজ,
কত পরিশ্রমে অন্ন আসিতেছে?
তাতে করে নি কৃপাণতা লাজ।


জীবন তো নয় গোলাপের মত!
পরিস্ফুটিত সুখ আনন্দ ভোগের,
যত অনুভব আর অনুভুতি নিয়ে
উন্নতি ঘটে নি নিজ ত্যাগের।


ত্যাগের বিনিময়ে অন্ন জুটবে
জোয়ারের সহজ স্রোতে নয়,
খাদ্যের লাগি পরিশ্রম করেই
জীবন সংগ্রামে হবে যে জয়।