ঝটপট ফটফট  (২৩১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১১-২০২৩ ইং
==================
ঝটপট করে সিদ্ধান্ত নিলে
ভুল ভ্রান্তি হতে পারে,
ভুলের মাশুল গুনতে হবে
বকেয়া  হিসেব  করে।
নগদ গরম খাইতে চাইলে
মুখ পোড়ার সম্ভাবনা,
গরমের উপর জল ঢালিলে
পরিস্থিতি ঠান্ডা হবে না।
পথ  চলিলে  ভাবিতে হবে
কোনদিকে পা বাড়াই,
ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবেন
ধৈর্য্য চড়াই উৎড়াই।
আন্দাজে গুলি মারিলে বন্ধু
লক্ষ্য মাত্রায় ভুল হবে,
মিটার স্কেল সঠিকের সিদ্ধান্তে
বিপদে পরিবে না তবে।
তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে
বিপদ আসাতে পারে,
বিপদ আসলে খবর দেয় না
সম্ভাবনার আগে পরে।