ঈদানন্দ চলছে ধরায়-
              শূন্যতা নেই কোনে,
গান্দিনীতে রক্ত বইছে
         নাসিকা চাপছে জোমে।


ঈদ সত্য,কোরবানী সত্য-
        মনোভাব সত্য কিনা?
মনের পশুত্বভাব ত্যাগে
        আপোষ করছো কিনা।


অভিলাষ যদি হয় জৌভিয়াল-
            নিয়তে থাকে ভেজাল,
রক্ত, গোস্ত, রুটি পোলাউ
         সবই তোমার যে বিফল।


বন্ধু-স্বজন, হিতৈষীজন-
     ভ্রাতা-ভগ্নী সাদরে গ্রহন,
আহ্লাদে করাইলি আপ্যায়ন
     দুস্থদের জৌভিয়াল নেই।


একাগ্রচিত্তে অস্ত্র চালাও-
   পশুত্ব ভাব দূরে ফালাও,
মনের পশুত্বে আগুন জ্বালাও
    মনের দুয়ারে প্রদীপ জ্বালাও।