কাব্যই আমার প্রাণ
  এম,এ,সালাম
   ১২-০৭-২১
==============
কবিতা আমি লিখেই যাবো
   দেশ মানুষকে নিয়ে,
প্রকৃতির রুপ,রস ভালবাসা
   নয় এর বাহিরে গিয়ে।


এই সংসারের সকল কিছু
  আমার কাছে ভিন্ন নয়,
জগত সৃষ্টিকর্তা সহয় বলেই
   সৃষ্টির সবাই বেচে রয়।


আমার আঁখি দেখে না আর
    সৃষ্টির বাহিরে কিছু,
তাইতো আমি অন্য কিছু নিয়ে
   ঘুরি না কাহারো পিছু।


আমার কবিতা আমার লিখা
    প্রেমের বাহিরে নাই,
এই সৃষ্টির মাঝে বেঁচে থাকার
    আমার প্রবল ইচ্ছা তাই।


আমি যেন  ভবি  দিনগুলোতে
     কাব্য নিয়ে বেঁচে থাকি,
আমার চিন্তা, আমার আবেগ
     সতত সেই স্বপ্নই দেখি।