কালো চশমার ফাঁকে (২৪০২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০২-২০২৪ ইং
=================
কালো চশমা চোখে দিয়ে
আসলটা কি দেখে না?
কানা মানুষের চোখ কানা
নিজের চরিত্র লিখে না।


সে দিন ভুলে কিনেছিলে
পঁচা কুমার,বপুটা নষ্ট,
সেই কুমারের প্রতি কেমনে
এখনো আছো আকৃষ্ট।


আবারো সেই মেলা বসছে
উঠছে আসল তীন,
চশমার ফাঁকে কালোগ্লাসে
দেখো সেদিনের জীন।


ভালোমন্দ যাচাই করে দেখো
কোন ফল মধুর বেশি?
সেই ফল কিনে আনব দিনে
স্বাদ নিব রাশি রাশি।


কি গুন দেখছো পচা কুমারে?
ঝুঁকে পরো তার দিকে,
তাকে নিয়ে কেন এত হুল্লোড়?
ওই চশমার শক্তি ফিঁকে।


ওখান থেকে সরে এসে ক্রেতারা
কিনে দেখো রসালো ফল,
যাহার উপভোগে দেশ ও দশের
চোখের শক্তি হবে ঝলমল।


বিনয়ের সাথে পরামর্শ দিতেছি
বন্ধু,ওই চশমার ফ্রেম খুলে,
স্বচ্ছ একটা শক্তিশালী মানুষ
দক্ষতার চেয়ারে দেও তুলে।