কালঘুম
    এম এ সালাম
        ০৩-০৯-১৯


শেষ উদ্বাহের দাওয়ায় পেয়ে-
     স্বজন এসে করবে আহাজারি,
ভূরিভোজের ব্যবস্থা হবে না
     স্বজনে কেঁদে ফিরবে বাড়ি।


হলুদ গিলায় স্নান হবে না-
    হবে বড়ই পাতা গরম জলে,
দুইতিন জনে গোসল করাবে
     শোয়াইয়া মশারীর তলে।


নতুন সাজে সাজবে যেদিন-
   সেদিন ধবল প্যাকেট হবে,
বিষয় সম্পত্তি সুন্দরী নারী
    সেদিন সবই পড়ে রবে।


সিজদা বিহীন সালাত হবে-
     বাসর ঘরে নিবার আগে,
ওই সালাতে মেহনানের মনে
     হায়! শুধু ভয়ভীতি জাগে।


পালঙ্কের উপর শোয়াইয়া-
রক্তের আত্মীয়রা ধরাধরি করে,
নকল আবাস ছেড়ে দিয়ে
  তোমায় নিবে আসল ঘরে।