কারে ভাবো আপন-১
   এম,এ,সালাম
   ২৩-০৭-২১
===============
চাঁখিলে স্বাদ  বাঁধিলে বাঁধ
না বুঝে স্বজন,
মনের মাঝে বিনয়ে বাজে
শ্রেষ্ঠ আপন ধন।


রাস্তায় দেখি,কত কি শিখি
না বুঝে প্রেমের ফাঁদ,
অবুঝ মন,হারায়ে আপন
শুধু বৃথা অশ্রুপাত।


ছল ছল জল আবেগ ঢল
নামিলো মৌর্খ্য মনে,
ছুটিলো জোরে,ল‌ইয়া তোরে
নির্দয় সঞ্জাত বনে।


মজ্জন তোর,মর্তের তরী
মমতার নদীর স্রোতে,
বুঝহীনে নিত্য,বাধিলে চিত্ত
জগৎ অনুলেহ ব্রতে।


মিছে পথে ছুটিস না আর
স্বেচ্ছায় আপন ক্ষতি,
জ্ঞানের পরিধি বৃদ্ধি পাইবে?
বুঝাবি জগৎ পতি।


নিজের নিজের করিস কারে
এখানে কেহ আপন নয়,
মনের কষ্ট বোঝে যে জন
সে-ই তো আপন হয়।


কারে ভাবো নিজের মত
কারেই ভাবো পর,
কার লাগিয়া জীবনাতিপাত
রক্ষিতে স্বাদের ঘর।