কেলেংকারীর গল্প
     এম এ সালাম
       ২৮-০৮-১৯
      
জেনা ব্যাভিচারে মুগ্ধ যখন-
   ওই জামাল পুরের ডিসি,
ডিজিটালে ও কাজ করে না
    ওই  ভিডিওতে সিসি।


এমন যদি হয় ডিসির চরিত্র -
    হায়রে! জাতির কপাল মন্দ,
চতুর্দিকে ছুঁইয়ে যাইবে
     ডিসির অপকর্মের গন্ধ।


উপদেশ মূলক বাণীর কথা-
     যারা সাধু বাক্যে বলে,
তারাই আজ প্রবেশ করছে
      ব্যাভিচারের যাতা কলে।


সাধারণ মানুষ ভাবে এখন -
     নীতির প্রধানের নেই নীতি,
তাদের কৃত কর্মের জন্য
      দেশের হইল কত ক্ষতি।


স্বভাব চরিত্রের ভাটা পড়ছে-
      ছুঁইছে শহর পাড়া গাঁয়ে,
ডিসি আজ ডানে না গিয়ে
       যাচ্ছে কলঙ্ক নিয়ে বায়ে।


মানুষ নামের নরপশু ওরা -
    ওরা চারি পায়ে বাঁচুক,
সভ্য সমাজ আজ বিবেক হারা
     অন্ধ দু,চোখে দেখুক।


সরকারের কাছে এই মিনতি-
    ডিসি কেলেংকারী করে থাকেন,
তদান্তপূর্বক বিচার করেন
      অসহায় নারীরা যেন দেখেন।