কেমনে এমন পারলি?
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১০-২০২৩
===================
টাকার গরমের চোটপাট দেখে
আমি বিস্ময় হয়ে ভাবছি,
সম্পর্কের ওই দৈর্ঘ্যপ্রস্থের হিসাব
আমি মনোমিটারে মাপছি।
কেহর রিজিক কেহর হাতে না
ফেরেস্তা মারফত বিলায়,
ভাবছি আচরণের বৈপরীত্যে
সামান্য দুষ্কর্ম্মেই মিলায়।
এমন আচরণ কেমনে পারলে
বালিশে মাথা দিয়ে ভাবি,
কাদের নিয়ে এত রঙ তামাশা
সম্পর্ক ক্ষুদ্র  তালার চাবি।
এমন করলে রক্তের আত্মীয়রা
কেমনে মেনে নিতে পারি,
কষ্টে আমার ছাতি ফেটে যাচ্ছে
সম্পর্ক ছিন্ন করে সব নারী।
কত আনন্দ উৎসব,ফুর্তি বাজি?
শুধু টাকার গরমের প্রভাব,
শুধু এড়িয়ে এড়িয়ে অনুষ্ঠান করা
তার  বিগত দিনের স্বভাব।