কেমন আত্মীয়? (২০৭৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৩-২০২৩
=====================
আগের মত খোঁজ নেয় না
আমার মাতুল ভাই,
কষ্টে আমার মনটা কাঁদছে
কেন এমন কর তাই।


রক্তের টানের আনাগোনাতে
বি-রক্ত ছিটকে গেছে,
বিপদের কালে বি-রক্ত ছিল
রক্ত ছিলো দূরে পিছে।


বিপদ কালে কেউ ছিলো না
তখন ছিলাম আমি,
এখন বি-রক্ত হইছে অদামী
আর রক্ত হইছে দামী।


আমে দুধে নাকি মিলে গেলে
বাড়াটা ছিটকে যায়,
এই উক্তি টা যে সত্য হইছে
শুধু আমার বেলায়।


যত আনন্দ ফুর্তি করো তুমি
আমি যে শুনতে পাই,
ওমোকে তোমার কি আত্মীয়?
শুনে তখন  কষ্ট পাই।