কেন লাই দেও? (২১৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৬-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কেন লাই দেও সন্তানদের?
মাথায় উঠে বসবে,
অলসতা বাড়তে বাড়তে
ভুলে গলগ্রহ চষবে।


মাথা খাওয়ার পড়ে সে যে
খাইতে চাইবে না অল্প,
নিজের গৌরব দেখাতেই
সে করবে নিজের গল্প।


লাই দেয়াটা ভালো নয় যে
ভবিষ্যতে নসিব খালি,
নিজের অপমান শুইনা সবে
দিবে যে লজ্জার গালি।


বিনা চর্বনে খাইতে পারলে
কে চর্বন করে খায়?
অনায়াসে খাবার  লোকমা
যদি মুখের কাছে পায়।


ভেবে দেখছেন সন্তানটা যে
কোথায় গিয়ে পোছবে?
এই লাইয়ের ভারী বোঝাটি
তোমার মাথায় মজবে।