কেন মেয়ে হইছে?(২১৩৮তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৫-২০২৩ ইং
====================
কার কাছে শুনছো মেয়ে হবে
কেন ওই ডাক্তার বলছে?
যদি হয় আবার মেয়ে আমার
তবে তো বিপদে ফেলছে।


কেন মেয়ে হইলে লজ্জা করে?
কেন করো মেয়ের বদনাম?
বিয়ে দিতে কত যে জৈ ঝামেলা
বিয়ে দিতে লাগবে কত দাম?


মেয়ে যদি জাতের মেয়ে না হয়
তবে তারে কয় কেমন মেয়ে,
ঘর কন্যার কাজ করতে না পারলে
মেয়ের বারে বারে হয়ে বিয়ে।


আরে ইহা যদি বুঝতাম এতদিনে?
মেরে ফেলতাম তারে তবে,
আরে ছিঃ ছিঃ রাগ করেন কেন?
খারাপ রাখিতাম না ভবে।


সুধী সঠিক কথা শুনতে চায় না
গাঁয়ের জয়নাল ডাক্তার,
ওই পাড়ার ওই লতিফ ডাক্তারে
গাঁয়ে নাম দাম বিস্তার।


খবর পেয়ে গেলাম তাড়াতাড়ি করে
গাঁয়ের ওই  ডাক্তারের কাছে,
পরীক্ষা  নিরিক্ষা করে বলে ডাক্তার
পেটে ছেলে সন্তান  আছে।


রেগে হইল সবাই আগুন বরাবর
তোমার এমন মনে হল কেন?
পরীক্ষা করে দেখলো ডাক্তার
বুঝেন ব্যতিক্রম হয় না যেন।


বললেন ডাক্তার সাহেব পাচ মেয়ে
বংশে একটি ছেলে চাই,
চিন্তা করেন এদের কেমনে বিয়া দিব
সেই জন্য পরামর্শ ভালো চাই।


শুনছো দেশের মানুষ আইন হইছে
যদি ছেলে মেয়ে সমান হয়,
সরকার থেকে তাদের পুরুস্কার দিবে
এই খবর শুনি যে সর্বদাই।


একটা ছেলে একটা মেয়ে হইলেই
নাকি সুখী সংসার বলে,
সেই সংসারে নাকি জৈ-ঝামেলা
থাকিবে না সবাই বলে।