কেন যে পারিনা?(১৮০৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৬-২০২২
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
কেন যে পারি না ডাহা মিথ্যা বলতে?
পারি না নিজের মত একলা নিজে চলতে।
কেন পারি না নীরবে সুখ খুঁজতে?
পারি না সতত দুঃখ কষ্ট আগলে রাখতে।
কেন পারি না হতে সবার মতো স্বার্থপর
পারি না আপনজনাকে ভাবতে পর।
কেন পারি না দরজা দিয়ে একা একা খেতে
পারি না যার ভাগেরটা অন্য জনকে দিতে।
কেন পারি না বেহায়া নির্লজ্জের মত চলতে
পারি না যুগের সাথে তাল মিলিয়ে কথা বলতে।
পারি না ময় মুরুব্বীকে অপমান করতে
পারি না আমাকে ঠকালে কাউকে কিছু বলতে।
পারি না স্নেহহীন ছোটদের কষে চড় মারতে
পারি না সবাইকে সঠিক পথ দেখাতে।
পারি না প্রজাপতি,পাখির ডানা ভাঙতে
পারি না গাছের ডাল ফুলের পাপড়ি ছিঁড়তে।
আমি পারি না কারো সঙ্গে উচ্চবাচ্য করতে
পারি না অন্যায় দেখলে তীব্র প্রতিবাদ না করতে।
পারি না খোলা-ময়দানে সূর্য কিরণে গা শুকাতে
পারিনা যতক্ষণ বৃষ্টি ততক্ষণ ইচ্ছামতো ভিজতে।
পারি না গর্ব অহংকার,দর্প নিয়ে চলতে
পারি না অনেক  অপমানের জ্বালা ভুলতে।
পারি না কঠোর  প্রতিশোধ নিতে হয়ে হন্যে
পারি না যেমনটা হওয়া উচিত সৃষ্টিকর্তার জন্যে।