ক্ষমা (২২০৭তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২০-০৭-২০২৩
****************************
অপরাধ করে কেহ ক্ষমা চাইলে
তাকে ক্ষমা করে দিতে হয়,
তুমি আল্লাহর সৃষ্টি মানুষ হইলে
কেন কর না আল্লাহর ভয়।


শ্রেষ্ঠ জীব তুমি ভুল করে ক্ষমা চাও
যাতে মহান আল্লাহ হয় খুশী,
ইহার চেয়ে ভালো কাজ কি হতে পারে
অনুতপ্ত অনুভুতি হয় বেশী।


জানুন,আল্লাহ তো রহমানের রহিম
তার রহমাতের নেই তো শেষ,
তোমরা পাপ করিয়া মাফ চাহিলে
আল্লাহ মাফ করিবেন সবিশেষ।


তিনি ক্ষমার সাগর  ক্ষমা করে দিবেন
তার ক্ষমার দরিয়া হতে,
এমন ক্ষমা চাইবে যেন কোন পাপ
জীবনে হয় না তোমার থেকে।