খাদ্যের তাড়ণায় (২০১১)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি )
০৫-০১-২০২৩
===============
বাসা নেই,বাড়ি নেই
যাযাবর থাকে,
ছোট্ট খুকু সোনামনি
মাকে শুধু ডাকে।


সাথীগন যত ছিলো
পালিয়েছে রাতে,
চাল নেই, ডাল নেই
কী নিবে পাতে?


পথে ঘুরে ভাই বোন
খাদ্যের তাড়নায়,
ডাষ্টবিনে পায় যাহা
নাক বুজে খায়।


মা যায় ওই পাড়াতে
কাজের সন্ধানে,
দিন শেষে কোনমতে
পায় যাহা আনে।


তাদের ও হৃদয় আছে
আছে বাঁচার আশা,
আমি, তুমি,তারা যদি
দেই খাবার খাসা।


শীতে কাঁপে ঠকঠক
ছেঁড়া জামা গায়,
কম্বলের ছোঁয়া পেলে
শরীরে  তাপ পায়।


আড়ালে মা যে কাঁদে
কী দিবে শান্তনা?
ছোট্ট শিশুদের নিয়ে
মায়ের হয়েছে যন্ত্রনা।