খোঁজ খবর
এম,এ,সালাম
২৮-১১-২১
============
বিপদ যখন মাথার উপর
   আনাগোনা করে,
বন্ধু  বান্ধব  মুখ ফিরিয়ে
   সবাই ফিরে ঘরে।


খোঁজ খবর নেয় না কেহ
    মাথা গুজে থাকে,
দেখেও না দেখার ভান
    করে বিপদ দেখে।


কাছে কেহ আসে না যে
   হয়ে গেছি যে একা,
দশে মিলে আমায় বানায়
   এই জগতের বোকা।


কান কথায় সারা দিয়ে যে
  খেয়াল খুশী মত চলে,
হৃদয় তার জিলাপির মত
   আবোল তাবোল বলে।


সম্মান পেয়ে সম্মান নিয়ে
   ছিনিমিনি যে খেলছে,
পাইক পেয়াদা আছে যত
   অহেতুক সব বলছে।


খোঁজ খবর নিয়ে দেখবে
    সংযত নেই মুখ,
সন্দেহ করে যা তা বলে
  মনে পায় খুব সুখ।