কখনো তর্কে যাবেন না(২২৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১০-২০২৩ ইং
==========================
শুনেন,কাহারো সাথে তর্কে যাবেন না
পারলে একটু মিষ্টি হাসি দিবেন,
এই হাসির বিনিময়ে জীবন মান সম্পাদ
অর্থ সাশ্রায়ের সুখ যে পাবেন।


তর্ক করে মুর্খের দলে মনের সুখের আশে
জ্ঞানীরা তর্ক করে না শুধু হাসে,
জ্ঞানী অল্পশোকে কাতর বেশি শোকে পাথর
রাগ করে না অধিক ভালোবেসে।


কখনো ইচ্ছের বিরুদ্ধে তর্কে জড়িয়ে যান
নিজেকে দূর্বল ভেবে আসবে ফিরে,
তবেই আপনি বুদ্ধিমান ওই খেলার মাঠে
নচেৎ সমালোচনা হবে নিজেকে ঘিরে।


ওই মুর্খের দলে তর্ক করে দাড়িকমা বিনে
জ্ঞানীরা চুরি করে রাতে নয় দিনে,
এরাই তো দেশের শত্রু,ধ্বংসের মূলহোতা
দেশটা নাকি ঠিক থাকেনা এদের বিনে।