খুঁজে পেয়েছি ঠিকানা (২০০১)
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
২৬-১২-২০২২    
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মনের ভিতরটা যখন নিয়েছো কেড়ে
মৃত্তিকার শরীর কেন রাখো দূরে?
কর্মের ভিতর মজে থাকিলে নিশ্চিন্ত
ভালোবাসার মন-প্রাণ যায় ঘুরে।


স্মৃতির এপিট ওপিঠে শুধু তোমার ছবি
সকাল দুপুর বিকেল মনের ঘরে,
কখনও যদি তুমি মনের আড়াল হয়ে যাও
মন শান্তশিষ্ট রাখি কেমন করে।


তোমার সীমানা ছুঁয়ে যখন রোজ হেটে যাই
ওই শহরের রঙিন পথে হাতটি ধরে,
উষ্ণতার পরশ পাথরে দেহ মন ছুঁয়ে যায়
সব ক্লান্ত অনিদ্রা দূরে নিক্ষেপ করে।


অগ্নি উদগীরণের দহনে যে মন পুড়ে যায়
ওই পিপাসিত চাতক মনন যেমন,
নীলাকাশ থেকে কালোমেঘে বৃষ্টি বর্ষিলে
মরুদ্যানে জলকেলিতে সতেজ এ মন।


কোন এক শীতের সকালে কুয়াশায় ভেসে
হাসনেহেনা গোলাপের ঘ্রাণ মিলে,
রোদেলা দুপুরে সৌরের তাপের  উষ্ণতায়
কেহ এক টুকরো ভালোবাসা দিলে।


তোমার অমলিন জানালায় সমীরণ আসে না
তাই আমার ক্লান্ত দেহে সন্ধা নামে,
একটু সোহাগ একটু ভালোবাসার ছোঁয়া পেলে
সকল মান অভিমানে উর্বরতা আনে।